Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**আসুন "সুস্থতার জন্যে সামাজিক আন্দোলন গড়ে তুলি" ১০ টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা করি পরিষ্কার**তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন**মাস্ক আমার সুরক্ষা সবার। সময়মত গৃহ কর পরিশোধ করে নগর উন্নয়নে সহায়তা করুন ** নির্ধারিত ডাস্টবিন/লিটারবিন/কন্টেইনার ছাড়া যত্রতত্র ময়লা/আবর্জনা ফেলবেন না ** নির্মান সামগ্রী/রাবিশ/মাটি ইত্যাদি রাস্তা/ফুটপাতে রেখে এলাকা অপরিচ্ছন্ন ও জনসাধারনের চলাচলে অসুবিধা সৃষ্টি করবেন না ** নর্দমায় আবর্জনা/মাটি/বালু ইত্যাদি ফেলবেন না ** ধুমপান ও তামাক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, ধুমপান ও তামাক ছাড়ুন, সুস্থ থাকুন ** মাদক সেবন আপনার, আপনার পরিবার ও সমাজের ক্ষতি করে, মাদককে না বলি ও মাদকমুক্ত সমাজ গড়ি।


Title
Regarding amendment of birth registration certificate
Details

জন্ম নিবন্ধন সনদ সংশোধনীর ক্ষেত্রে। প্রথমে সংশোধনী আবেদন করতে হয় তারপর উক্ত সংশোধনী ফরম নির্দিষ্ট ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে হয়। সংশোধনী ফরমটি নিজের স্বাক্ষর পূর্বক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা দ্বারা স্বাক্ষর পূর্বক জন্ম নিবন্ধন সহকারীর নিকট জমা প্রদান করতে হয়। তারপর জন্ম নিবন্ধন সহকারীর ফরমটি সিরিপ করে আপনাকে একটি স্লিপ প্রদান করিবে (যা আপনার জন্ম নিবন্ধন সনদটি প্রাপ্তির সময় কাজে আসবে) তারপর উক্ত ফরমটি নির্দিষ্ট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পৌঁছাবে সখন উপজেলা নির্বাহী কর্মকর্তা জন্ম সনদটি যাচাই পূর্বক সংশোধনের জন্য অনুমোদন প্রদান করিবেন তারপর উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় সংশোধন করিলে আপনার জন্ম সনদটি সংশোধন হইবে। তারপর আপনার স্লিপে উল্লেখিত তারিখে এসে জন্ম সনদটি নিয়ে যাবেন। জন্ম সনদ সংশোধন কার্যক্রম অনেক লম্বা হয়ে থাকে তাই জন্ম সনদটি পেতে অনেক সময় লেগে যায় ( সংশোধনী জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তির জন্য আনুমানিক ১০ কার্য দিবস )।

Attachments
Publish Date
10/12/2022
Archieve Date
31/12/2030

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনা মূল্যে হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠান। বিস্তারিত ভিডিও- https://youtu.be/IbxqMd6wU5Q