Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**আসুন "সুস্থতার জন্যে সামাজিক আন্দোলন গড়ে তুলি" ১০ টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা করি পরিষ্কার**তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন**মাস্ক আমার সুরক্ষা সবার। সময়মত গৃহ কর পরিশোধ করে নগর উন্নয়নে সহায়তা করুন ** নির্ধারিত ডাস্টবিন/লিটারবিন/কন্টেইনার ছাড়া যত্রতত্র ময়লা/আবর্জনা ফেলবেন না ** নির্মান সামগ্রী/রাবিশ/মাটি ইত্যাদি রাস্তা/ফুটপাতে রেখে এলাকা অপরিচ্ছন্ন ও জনসাধারনের চলাচলে অসুবিধা সৃষ্টি করবেন না ** নর্দমায় আবর্জনা/মাটি/বালু ইত্যাদি ফেলবেন না ** ধুমপান ও তামাক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, ধুমপান ও তামাক ছাড়ুন, সুস্থ থাকুন ** মাদক সেবন আপনার, আপনার পরিবার ও সমাজের ক্ষতি করে, মাদককে না বলি ও মাদকমুক্ত সমাজ গড়ি।


মুন্সিবাজর ইউনিয়নের ইতিহাস

মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ইতিহাস প্রসঙ্গে

ভূমিকাঃ ১৯৫৯ সালের মৌলিক গনতন্ত্রের অধ্যাদেশের ফলে তৎকালীন পাকিসত্মানে স্বায়ত্বশাসিত সংস্থাগুলির কার্যক্রমের মধ্যে এক বিরাট পরিবর্তন সাধিত হয়। এর পূর্বে প্রত্যেকটি থানা (বর্তমানে উপজেলা) ছিল কয়েকটি সার্কেলে বিভক্ত এবং এর স্থানীয় প্রধানদের বলা হত‘সরপঞ্চ’’। মৌলিক গনতন্ত্র অধ্যাদেশের ফলে কয়েকটি সার্কেল মিলে সৃষ্টি হয় এক একটি ইউনিয়ন কাউন্সিল এবং পরবর্তীতে এগুলোই ইউনিয়ন পরিষদ হিসেবে পরিচিতি লাভ করে। কমলগঞ্জ উপজেলার উত্তরাংশে অবস্থিত ছোট একটি ইউনিয়ন মুন্সিবাজার। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আয়তন এবং লোক সংখ্যার অনুপাতে এই ইউনিয়নটিই সবচেয়ে ছোট। কমলগঞ্জ পৌরসভা হওয়ার পর ইউনিয়নটির দক্ষিনাংশে কয়েকটি গ্রাম পৌরসভার অধীনে চলে যাওয়ায় ইউনিয়নটির আয়তন আরও কমে যায়। উত্তর পতনউষার ইউনিয়ন দক্ষিনে কমলগঞ্জ পৌরসভা, পূর্বে সমশেরনগর ইউনিয়ন, পশ্চিমে রহিমপুর ইউনিয়ন নিয়ে এই ইউনিয়নটির অবস্থান। উত্তরপূর্ব ও দক্ষিন পশ্চিমে প্রলম্বিত এই ইউনিয়নটিতে আছে ১৯টি মৌজার অধীনে মোট ২৫টি গ্রাম।

 

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ২৩টি গ্রামের মধ্য স্থানে অবস্থিত ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ।

শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

ক) নাম: ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন: ১২.বর্গ কি:মি:

গ) লোক সংখ্যা: ১৯,৫২৬জন

ঘ) গ্রামের সংখ্যা: ২৩টি

ঙ) মৌজারসংখ্যা: ২০টি

চ) হাট/বাজারের সংখ্যা-৩টি

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজিবাইকের মাধ্যমে

জ) শিক্ষার হার: ৭৫% (২০০১সালের আদম শুমারী অনুসারে)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৬টি

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৬টি

ট) উচ্চবিদ্যালয়- ২টি নিম্নমাধ্যমিক-১টি ( জুনিয়রস্কুল৩টি )

ঠ) জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- আছে

ড) মাদ্রাসা-৪টি

ঢ) দায়িত্বরত চেয়ারম্যান- নাহিদ আহমদ তরফদার

ন) গুরুত্ব পূর্নধর্মীয় স্থান-৩টি

ত) ঐতিহাসিকপর্যটনস্থান- কেওলাবিল রুপষপুর

থ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: ২০১২সাল

দ) নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ: ০৫-০২-২০২২

            প্রথম সভার তারিখ: ১০-০২-২০২২

            মেয়াদউত্তীর্নেরতারিখ:

 

ধ) গ্রাম সমূহের নাম

পরানধর, হরিশ্বরন, ধীতশ্বরন, মির্জানগর, পালগাও, বিক্রমকলস, ভুমিগ্রাম, সরিষকন্দি, রুপষপুর, বনবিষ্ণুপুর, রায়নগর, নারায়নক্ষেত্র, রামপুর, দক্ষিন রামচন্দ্রপুর, বাদেসুনাপুর, জালালপুর, বাসুদেবপুর, করিমপুর, বাদেকরিমপুর, মইদাইল, সুরানন্দপুর, ধাতাইলগাও, উবাহাটা, খুসালপুর।

ন) ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

  উদ্যোক্তা: ২ জন

  ইউনিয়ন গ্রাম পুলিশ: ৯

 

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনা মূল্যে হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠান। বিস্তারিত ভিডিও- https://youtu.be/IbxqMd6wU5Q