Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**আসুন "সুস্থতার জন্যে সামাজিক আন্দোলন গড়ে তুলি" ১০ টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা করি পরিষ্কার**তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন**মাস্ক আমার সুরক্ষা সবার। সময়মত গৃহ কর পরিশোধ করে নগর উন্নয়নে সহায়তা করুন ** নির্ধারিত ডাস্টবিন/লিটারবিন/কন্টেইনার ছাড়া যত্রতত্র ময়লা/আবর্জনা ফেলবেন না ** নির্মান সামগ্রী/রাবিশ/মাটি ইত্যাদি রাস্তা/ফুটপাতে রেখে এলাকা অপরিচ্ছন্ন ও জনসাধারনের চলাচলে অসুবিধা সৃষ্টি করবেন না ** নর্দমায় আবর্জনা/মাটি/বালু ইত্যাদি ফেলবেন না ** ধুমপান ও তামাক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, ধুমপান ও তামাক ছাড়ুন, সুস্থ থাকুন ** মাদক সেবন আপনার, আপনার পরিবার ও সমাজের ক্ষতি করে, মাদককে না বলি ও মাদকমুক্ত সমাজ গড়ি।


ইউনিয়ন পরিষদের কার্যাবলী

* আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
* অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
* কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।
* পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
* স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
* জনগণের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ।
* ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
* স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
* জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
* সব ধরনের শুমারী পরিচালনা।

বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ ইত্যাদি।

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনা মূল্যে হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠান। বিস্তারিত ভিডিও- https://youtu.be/IbxqMd6wU5Q