জন্ম নিবন্ধন সনদ সংশোধনীর ক্ষেত্রে। প্রথমে সংশোধনী আবেদন করতে হয় তারপর উক্ত সংশোধনী ফরম নির্দিষ্ট ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে হয়। সংশোধনী ফরমটি নিজের স্বাক্ষর পূর্বক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা দ্বারা স্বাক্ষর পূর্বক জন্ম নিবন্ধন সহকারীর নিকট জমা প্রদান করতে হয়। তারপর জন্ম নিবন্ধন সহকারীর ফরমটি সিরিপ করে আপনাকে একটি স্লিপ প্রদান করিবে (যা আপনার জন্ম নিবন্ধন সনদটি প্রাপ্তির সময় কাজে আসবে) তারপর উক্ত ফরমটি নির্দিষ্ট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পৌঁছাবে সখন উপজেলা নির্বাহী কর্মকর্তা জন্ম সনদটি যাচাই পূর্বক সংশোধনের জন্য অনুমোদন প্রদান করিবেন তারপর উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় সংশোধন করিলে আপনার জন্ম সনদটি সংশোধন হইবে। তারপর আপনার স্লিপে উল্লেখিত তারিখে এসে জন্ম সনদটি নিয়ে যাবেন। জন্ম সনদ সংশোধন কার্যক্রম অনেক লম্বা হয়ে থাকে তাই জন্ম সনদটি পেতে অনেক সময় লেগে যায় ( সংশোধনী জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তির জন্য আনুমানিক ১০ কার্য দিবস )।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস